• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ

  কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬
চেক বিতরণ
নওগাঁয় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ছবি : দৈনিক অধিকার

নওগাঁয় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদান ও কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল (জন)।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য ও নওগাঁ জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি শাহনাজ বেগম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন প্রমুখ।

এ দিন মোট ২৩ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ১৮টি সংস্থার প্রতিটিকে ২৪ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩২ হাজার টাকা, ৫টি সংস্থার প্রতিটিকে ২১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১৮০ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণকৃত চেক এর মোট আর্থিক পরিমাণ ৭ লাখ ১৭ হাজার টাকা।

আরও পড়ুন : ধামরাইয়ে বাসচাপায় ঝরল মোটরবাইক আরোহীর প্রাণ

চেক বিতরণকালে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড