• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে আটক পুলিশ পরিদর্শক সোহেল রানা

  সুমন খান, লালমনিরহাট

০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৯
রংপুর
আটককৃত সোহেল রানা (ছবি : সংগৃহীত)

প্রায় শত কোটি টাকা লোপাটের ই-অরেঞ্জের আলোচিত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার খোঁজ পাওয়া যাচ্ছিল না বেশ কিছুদিন ধরে। এবার তার খোঁজ মিললো দেশের বাহিরে ভারতীয় চ্যাংড়াবান্ধা বিএসএফের হাতে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছেন বিএসএফ।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার কর্মস্থল বনানী থানাতে দেখা মিলছিল না পুলিশের এই কর্মকর্তার। সে লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতের কুচবিহার শিলিগুড়ি হয়ে নেপালে পালিয়ে যেতে চেয়েছিলেন। শত কোটি টাকা লোপাট হওয়া ই-কমার্স সাইট ই-অরেঞ্জের মালিক বলেই তিনি কয়েক সপ্তাহ থেকে বাংলাদেশে আলোচনায় আছেন।

ধরা পরার পর ভারতীয় গণমাধ্যমকে তিনি জানালেন, আমি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মানব পাচারকারী কথিত বাবু নামের একজনকে দশ হাজার টাকা দিয়ে দহগ্রাম সীমান্ত দিয়ে কোন প্রকার ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করি।

ভারতীয় বিএসএফ তার কাছ থেকে থাইল্যান্ড ও যুক্তরাজ্যের ডেভিড কার্ড জব্দ করেন। তার পাসপোর্টে ভারতের ভিসা না থাকলেও ছিল থাইল্যান্ড, ফ্রান্স, সৌদি আরবসহ চিনের ভিসা।

আরও পড়ুন : চেয়ারম্যানের পাহাড় কাটার সত্যতা পেল পরিবেশ অধিদফতর

সম্প্রতি ই-অরেঞ্জের বিষয়টি প্রতারণায় আসলেও জানা যায় এ প্রতিষ্ঠানটির মালিক এই পুলিশ কর্মকর্তার আপন ছোট বোন সোনিয়া মেহজাবিন। তিনি নিজেই এই প্রতিষ্ঠানটি চালাতেন। তবে তাকে আটকাতে না পেরে দহগ্রাম তদন্ত পুলিশ ফাঁড়ি ও বিজিবি'র কর্মকর্তারা আফসোস করছেন বলেও জানা গেছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড