• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে চাপাতিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

  এসএম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:০২
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে চাপাতিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) শহরতলীর বারাহিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্য বারাহিপুর সাকিনস্থ একাডেমী রোডের তৃপ্তি হোটেল এন্ড বিরানি হাউজের সামনে ছিনতাই করছে- এমন খবর পেয়ে র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই দুই কিশোর ছিনতাইকারীকে গ্রেফতার করে।

এরা হলেন, বাগেরহাট জেলার সোনাখালী উপজেলার চেংরাতলী বাজার এলাকার মো. আবু শেখের ছেলে মো. হাসান শেখ (১৮) ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার চেংরাতলী বাজার এলাকার মো. লিটনের ছেলে মো. রনি (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : পদ্মা সেতু এলাকা থেকে গ্রেফতার ১৬ ভারতীয়

ফেনীস্থ র‌্যাব ৭’র স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান, জিডি (পি) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও পরস্পর যোগসাজসে জেলার বিভিন্ন পথচারীদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোসহ তাদের দু’জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড