• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরে দুইদিনে ৮ মাদক কারবারি আটক

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

২০ আগস্ট ২০২১, ১৫:১৬
প্রতীকী ছবি

চাঁদপুরে দুইদিনের মাদকবিরোধী অভিযানে ৮ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের পৃথক দুটি দল। এদের মধ্যে একজন নারী মাদক কারবারিও রয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রাপ্ত সূত্রে জানা যায়, ১৮ আগস্ট থেকে ১৯ আগস্ট বিকেল পর্যন্ত এসব মাদক কারবারিকে আটক করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৯ আগস্ট দুপুরে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই পলাশ বড়ুয়া, এএসআই বাহার উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানাধীন বড় দুর্গাপুর সাকিনের থেকে মাদক কারবারি জীবন মনি (৪৮)কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

হাজীগঞ্জ থানার এসআই মিছবাহুল আলম চৌধুরী, এএসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্সসহ ১৮ আগস্ট রাতে অভিযান পরিচালনা করে পৌর এলাকার টোরাগড়ের পূর্ব পাশে জোনাব আলী সড়কের সামনে থেকে মাদক কারবারি শাহাদাত হোসেন (২৮)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

চাঁদপুর শহরের পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. লিলুছুর রহমান ১৮ আগস্ট রাতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পুরান বাজার দ্রবক এন্টার প্রাইজের সামনে থেকে মাদক কারবারি মো. জয়নাল বেপারী (৪০)কে ১০পিস ইয়াবাসহ আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ১৯ আগষ্ট রাত রাতে উপজেলার লাউতলী এলাকার খাঁন বাড়ির মাদক কারবারি মো. বিল্লাল হোসেন (৪২) ও তার স্ত্রী মোসা. খাদিজা (৩২)কে ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার এসআই মো. নাছির আহাম্মদ, এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও সঙ্গীয় ফোর্সসহ ১৯ আগষ্ট প্রথম প্রহরে অভিযান চালিয়ে পৌর এলাকার টিএন্ডটি মোড় এলাকা থেকে মো. মমিন হোসেন গাজী (৪৩)কে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ ১৮ আগস্ট মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ উপজেলার উচ্চঙ্গা জামে মসজিদ সংলগ্ন মহাসড়কের উপর থেকে মাদক কারবারি মো.সাগর মোল্যা (২৪) এবং উপজেলার মৈশাদী এলাকার জিরন পাটোয়ারীর মুদি দোকানের পূর্ব পাশের রুম হতে মাদক কারবারি সালে আহামদ মিঠু (২৮)কে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আরও পড়ুন : জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন

আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড