• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরে টিকা সংকটে প্রথম ডোজ প্রদান বন্ধ ঘোষণা

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

১১ আগস্ট ২০২১, ২১:০৮
মানববন্ধন
ছবি প্রতীকী

চাঁদপুরে শুরুতে করোনার টিকা নিতে অনাগ্রহ থাকলেও করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় প্রতিদিন হাজারো মানুষ টিকা নিতে হাসপাতালে ভিড় জমায়। আর তাতে কয়েক দিনের মধ্যেই জেলার সর্বত্র দেখা দেয় টিকার সংকট।

আর সে জন্য অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এতে করে ১১ আগস্ট বুধবার থেকে জেলার সকল টিকাদান কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ রয়েছে। পুনরায় কবে নাগাদ চালু হবে তাও নিশ্চিত করে বলতে পারেনি স্বাস্থ্য বিভাগ।

তবে ইতিপূর্বে যারা দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএস পেয়েছে তারা টিকাদান কেন্দ্রে আসলে মজুদ থাকা সাপেক্ষে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ দৈনিক অধিকারকে এসব তথ্য জানান। তিনি বলেন, ২/৩ দিনের মধ্যে চাঁদপুরে নতুন করে করোনার টিকা আসার কথা রয়েছে। নতুন করে টিকা আসলে আগামী ১৪ আগস্ট শনিবার থেকে শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আপাতত কিছুদিন প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে। পরে টিকা প্রাপ্তি সাপেক্ষে আবার প্রথম ডোজ দেওয়া শুরু হবে। তবে কবে থেকে শুরু হবে তা এখনি বলা যাচ্ছে না।

আরও পড়ুন : ভরা মৌসুমেও হাসি নেই চন্দনাইশের পেয়ারা চাষিদের

তিনি জানান, মূলত সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে টিকার জন্য রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণের ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ায় এবং চাহিদা অনুযায়ী টিকা প্রাপ্তি কম হওয়ায় সাময়িক এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। চাহিদা অনুযায়ী টিকা পাওয়া গেলে দ্রুততম সময়ে আবারো প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড