• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশের উদ্বোধন

  চাঁদপুর প্রতিনিধি

০১ অক্টোবর ২০১৮, ১৮:৫৯
সাংবদিক সমাবেশ
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবদিক সমাবেশের উদ্বোধন

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাংবাদিক সমাবেশের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ অক্টোবর) সকালে জেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশ রূপ নেয় স্থানীয় সাংবাদিকদের এক অভূতপূর্ব মিলন মেলায়।

এ আয়োজনকে কেন্দ্র করে প্রতিটি উপজেলা এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সংবাদকর্মীরা ছুটে আসেন।

সোমবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি এই আয়োজন। ধর্মীয়গ্রন্থ থেকে পাঠ এবং সমবেতস্বরে জাতীয় সংঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধন পর্ব।

সমাবেশের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আ. লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধন পর্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ ওচমান গণি পাটওয়ারী।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা জাকিরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি যথাক্রমে ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম।

লিখিত প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা। পরে পঠিত প্রবন্ধের উন্মুক্ত আলোচনায় উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।

উদ্বোধকের বক্তব্যে পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘জাতির জনক শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন ছিল সুখি-সমৃদ্ধ একটি বাংলাদেশ। যা স্বাধীনতার এত দিন পরেও আমরা পাইনি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। যার ফলে আমরা এখন বিশ্বের বুকে আত্ম-নির্ভরশীল একটি জাতি। এভাবে চলতে থাকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা হল একটি মহান পেশা। দেশ ও জাতি এই পেশার মানুষের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। সাংবাদিক ও রাজনীতিকরা হল একে অপরের পরিপূরক। তাই সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ হল, আপনারা খারাপ কাজের সমালোচনা করার পাশাপাশি ভাল কাজের প্রশংসাও করবেন। আর এটি হল আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। সত্য প্রকাশে আপনারা অবিচল থাকবেন। অভিজ্ঞতা বিনিময় যে কোন পেশাকে অনেক বেশি সমৃদ্ধ করে এবং প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তাই জেলা সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে আকজের এই আয়োজন প্রশংসার দাবি রাখে। আমি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

প্রধান আলোচকের বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী বলেন, ‘সাংবাদিকতা একটি দুঃসাহসিক পেশা। সাধারণ মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ও আস্থার পেশা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। প্রশাসনের কাজ অনেক সহজ হয়। বর্তমানে তথ্য-প্রযুক্তির এই যুগে সমাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালি হচ্ছে। কিন্তু এর পরেও পত্র-পত্রিকার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অটুট আছে।’

তিনি বলেন, ‘আমাদের ইতিহাস-ঐতিহ্য, ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতাসহ সকল অর্জনের পেছনে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের প্রতি যেমনি ভাবে দায়িত্ব আছে ঠিক তেমনি সাংবাদিকদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সরকারের বিরুদ্ধে লিখলেই জনপ্রিয়তা অর্জন হয় না, এজন্য প্রয়োজন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। কারণ ভুল সংবাদ পরিবেশনে মানুষ বিভ্রান্ত হয়। বর্তমান সরকার তথ্য-প্রযুক্তির যে আইন করতে যাচ্ছে তা সাংবাদিকদের কল্যাণেই। এটি নিয়ে সাংবাদিকদের সাথে সরকারের আলাপ আলোচনা চলছে। আমি বিশ্বাস করি সাংবাদিকদের দাবির প্রতি সামঞ্জস্য রেখে এই আইন করা হবে।’

তিনি আরও বলেন, চাঁদপুর প্রেসক্লাব তথা চাঁদপুরের সাংবাদিকদের দেশজুরে সুনাম রয়েছে। আমি চাই এই সুনাম এবং ঐতিহ্য অটুট থাকুক। আমাদের গর্বের জায়গা যেন নষ্ট না হয়। তাই এখানকার সিনিয়র সাংবাদিকরা নতুনদের সাথে অভিজ্ঞতা আদান-প্রদান করবেন এবং বেশ বেশি করে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। আজকের এই আয়েজনের জন্য আমি চাঁদপুর প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সাংবাদিক সমাবেশের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড