• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরে নিবন্ধন ছাড়াই টিকা পাবেন দুই লাখ মানুষ

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

০২ আগস্ট ২০২১, ১৬:৩৪
আটক
(ছবি প্রতীকী)

চাঁদপুরের ৮ উপজেলার ৮৯ ইউনিয়নে এবং দুইটি পৌরসভায় ১ লাখ ৯২ হাজার জনকে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে। এর মধ্যে জেলার ৮৯টি ইউনিয়নে দেওয়া হবে এক লাখ ৬০ হাজার ২০০ জনকে, চাঁদপুর পৌরসভায় ১৮ হাজার জনকে এবং হাজীগঞ্জ পৌরসভায় ১৪ হাজার ৪০০ জনকে দেওয়া হবে।

৭ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে যে কোনও তিন দিন চীন থেকে আসা করোনার টিকা তাদের দেওয়া হবে।

দৈনিক সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকাদানের এ কার্যক্রম চলবে উল্লেখ করে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘এ টিকা নিতে কোনও নিবন্ধন লাগবে না। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবেন। যাদের টিকা দেওয়া হবে কেন্দ্রেই তাদের তালিকা তৈরি হবে।’

তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডে অর্থাৎ বর্তমান ১, ২ ও ৩নং ওয়ার্ডে টিকা দেওয়া হবে। প্রতিদিন প্রত্যেক ওয়ার্ডে ৬০০ জন করে তিন ওয়ার্ডে এক হাজার ৮০০ জনকে টিকা দেওয়া হবে। অর্থাৎ প্রথম ধাপে একটি ইউনিয়নে এক হাজার ৮০০জন টিকা পাবে।

সিভিল সার্জন বলেন, ‘পৌরসভার ১টি ওয়ার্ডের ১টি কেন্দ্রের ১টি বুথে প্রতিদিন ২০০ জনকে টিকা দেওয়া হবে। এ হিসেবে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে প্রতিদিন টিকা দেওয়া হবে তিন হাজার জনকে। আর ছয় দিনে দেওয়া হবে ১৮ হাজার মানুষকে। হাজীগঞ্জ এবং চাঁদপুর পৌরসভা ছাড়া অন্যকোনও পৌরসভায় টিকা কার্যক্রম না থাকায় সেগুলোতে হচ্ছে না।

তবে ওই পৌর এলাকাগুলো ইউনিয়ন ভিত্তিক পাবে। আশা করি, ২ থেকে ৩ আগস্টের মধ্যেই আমরা টিকা পেয়ে যাবো। এরপর প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় হিসাব অনুযায়ী পাঠিয়ে দেবো।’

আরও পড়ুন : কুড়িগ্রামে কর্মসৃজনের টাকা ভাগবাটোয়ারার অভিযোগ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে চলছে রুটিন টিকা কার্যক্রম। আগামী ৭ আগস্টের আগেই টিকা চলে আসবে। এর পরের মাসে হবে ২, ৩, ৪নং ওয়ার্ডে। এছাড়া যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, তারাও খুব দ্রুত দ্বিতীয় ডোজ পেয়ে যাবে বলেও জানান সিভিল সার্জন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড