শফিউল আজম, পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষ। গ্রামাঞ্চল ছাড়াও পৌর সদরেরও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না কেউ। রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠানে গুটিকয়েক ব্যক্তি ছাড়া কারো মুখে মাস্ক নেই বললেই চলে।
সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে দেদারছে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সার্টার কিছুটা খোলা রেখে ব্যবসা করলেও ম্যাজিস্ট্রেট আসার খবরে সার্টার বন্ধ করে দিচ্ছেন। এভাবেই চলছে তাদের ব্যবসা।
গত ২৩ জুলাই লকডাউনের প্রথমদিন সরকারি বিধিনিষেধ মানুষ কিছুটা মেনে চললেও শনিবার থেকে বাজার, মার্কেট ও বিভিন্ন দোকানে মানুষের ভিড় দেখা যায়। এসব জায়গায় অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ও মুখে মাস্ক না পরেই ঘোরাফেরা করছে।
এদিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার ও রবিবারে ১৭০ জনের করোনা পরীক্ষায় ৭৩ জনের পজিটিভ আসে। এর মধ্যে পটিয়া হাসপাতালে ২০জনকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওই দুই দিনে ৫৩৬ জনের একটিভ কেস পাওয়া বলে নিশ্চিত করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ।
তিনি জানান, করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রত্যেকের উচিত স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি-নিষেধ মেনে চলা।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, যারা স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান পাট খোলা রাখছে ও মাস্ক পরছে না। তাদের বিরুদ্ধে আমরা জরিমানা ও মামলা দিচ্ছি। সোমবার পটিয়ার ছবুর রোডে অভিযান চালিয়ে মাস্ক না পরা ও সরকারী বিধি নিষেধ অমান্য করায় ১০জনকে ২৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা মাঠে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মানুষ বিধিনিষেধ মেনে চলে।
ওডি/এমএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড