• বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

  ময়মনসিংহ প্রতিনিধি

২৪ জুলাই ২০২১, ২০:৫৯
ছবি : দৈনিক অধিকার

ময়মনসিংহের গৌরীপুরে কানে হেডফোন লাগিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম বাদল বিশ্বশর্মা (২৫)। সে উপজেলার অচিন্তপুর গ্রামের প্রফুল্ল বিশ্বশর্মার ছেলে।

শনিবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে গৌরীপুর শাহগঞ্জ আঞ্চলিক সড়কের অচিন্তপুর মাদরাসার পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় বাদল বিশ্বশর্মা এক দোকান থেকে পান খেয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় শাহগঞ্জ থেকে আসা দ্রুতগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই যুবক গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার এসআই উজ্জল বলেন, আমরা যখন মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি তখন তার গলায় হেডফোন ঝুলানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় হেডফোন কানে লাগানো ছিল। যে কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় চালক আলমাস হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ থানায় আছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড