হেলাল, মাগুরা
মাগুরা সদরের সাজিয়ারা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হুরাইরা (১৩) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত দশটার দিকে মোটরসাইকেলে চেপে মাগুরা শহর থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এই কিশোর। পথিমধ্যে সাজিয়ারা নামক স্থানে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় সে।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হুরাইরাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু
উল্লেখ্য, সন্তানের এই অকাল মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে বলে জানিয়েছে পরিবার।
ওডি/কেএইচআর
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড