শফিউল আজম, পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় একটি চোরাই সিএনজিসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। চোরের নাম মো. ইসমাইল (২৮)।
শুক্রবার (২৫ জুন) রাতে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সিএনজিসহ ইসমাইলকে গ্রেফতার করে।
হাইওয়ে পুলিশ জানায়, চোরাই সিএনজি বিক্রির একটি সিন্ডেকেট পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে হাটহাজারী থানা এলাকা থেকে চট্টগ্রাম-থ ১৪-৮৩৮৪ সিএনজি চুরি হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা রেকর্ড হয়। মামলা নং-১৯। চোরাই সিএনজি গাড়ি পাচারের গোপন সংবাদের খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ও এসআই আমিনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চোরাই সিএনজি গাড়িটি উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে চুরির ঘটনা স্বীকার করায় গাড়িসহ ইসমাইলকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, পটিয়া এলাকায় গাড়ি চোরচক্রের দুটি সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে তারা পটিয়া এলাকায় এবং পটিয়া থেকে গাড়ি চুরি করে অন্যত্র পাচার করে থাকে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড