পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় শতাধিক মানুষের নিত্য ব্যবহৃত পৌরসভার ৫নং ওয়ার্ড হাবিবুর পাড়া এলাকার ‘গোবিন্দা পুকুর’ দূষণের কবলে পড়েছে। এ সমস্যার পরিত্রাণ চেয়ে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বরাবর একটি লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। স্থানীয় কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে ও অন্যের মতামতকে উপেক্ষা করে এ পুকুরটিতে যথেচ্ছাভাবে ময়লা আবর্জনা ফেলায় এ দূষণ দিন দিন বেড়ে চলছে।
জানা গেছে, এ পুকুরটি শতাধিক নারী পুরুষের গোসলসহ যাবতীয় কাজে ব্যবহার হয়। পুকুরটিতে মুসল্লিরা নিয়মিত ওজু করে থাকেন। এর পরও স্থানীয় ইয়ার মোহাম্মদ, আবুল বশর, মো. রফিক, মো. আবু, শহিদুল আলম, রুজিনা আকতারগণ ওই পুকুরে তাদের বাথরুমের বর্জ্যসহ নানা রকম ময়লা আবর্জনা ফেলছেন নিয়মিত। এতে পুকুরের পানি মারাত্মক দূষিত হয়ে পড়ছে। এমনকি দূষণের কারণে পুকুরের মাছও মরে ভেসে উঠছে। তাদের বিভিন্নভাবে বলার পরও তারা তার তোয়াক্কা না করে ইচ্ছেমত ময়লা ফেলে যাচ্ছেন। এতে শত বছরের পুকুরটিতে দূষণে ব্যবহার অনুপযোগী হওয়ার পথে।
এ বিষয়ে মো. আমিনুল ইসলাম জানান, এলাকার প্রসিদ্ধ একটি পুকুরে কিছু ব্যক্তি ইচ্ছেমত বাথরুমের পানি নিষ্কাশন ও ময়লা ফেলে পুকুরটিকে ব্যবহার অনুপযোগী করে তুলছে। বিষয়টি সামাজিকভাবে বলার পরও তারা তা না মেনে ইচ্ছেমত পুকুর দূষণে মেতে উঠেছে। এ দূষণের বিরুদ্ধে আমরা নিরুপায় হয়ে পৌরসভার মেয়র বরাবরে সমাধান চেয়ে লিখিত দরখাস্ত দিয়েছি।
আরও পড়ুন : বগুড়ায় আলো নিভিয়ে অন্ধকারে চলছে বেচা-কেনা
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক বৈঠকের মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেয়া হয়েছে। আশাকরি সহসায় এ সমস্যার সমাধান হয়ে যাবে।
ওডি/এএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড