নুসরাত চৌধুরী, ফুলগাজী (ফেনী)
ফেনীর ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, ইউএনও ফেরদৌসী বেগমের জ্বর, সর্দি, কাশিসহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। এরপর ১৬ জুন করোনা পরীক্ষার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা তার নমুনা সংগ্রহ করে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানান, ইউএনও ফেরদৌসী বেগমের স্বামী বেলাল উদ্দিনও করোনায় আক্রান্ত।
বর্তমানে স্বামীসহ তিনি ফুলগাজীতে সরকারি বাসভবনে রয়েছেন। তিনি তার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
প্রসঙ্গত, ইউএনও ফেরদৌসী বেগম চলিত বছরের ১০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে বদলী হয়ে ফুলগাজী উপজেলায় যোগদান করেন।
ওডি/এফই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড