এস এম ইউসুফ আলী (ব্যুরো প্রধান) ফেনী
ফেনীতে চিহ্নিত মাদক কারবারির ঘর থেকে ৫ কেজি গাঁজা ও সাড়ে ৬ লাখ টাকা জব্দ করা হয়েছে। বুধবার (২৬ মে) জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর এলাকার বরকতুল্লাহ আরজ হাজী মজুমদার বাড়ি থেকে গাঁজাসহ টাকাগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বিকালে ওই বাড়ীর চিহ্নিত মাদক কারবারি লোকমান হোসেনের ঘরে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাকে পাওয়া না গেলেও ঘর থেকে ৫ কেজি গাঁজা ও নগদ ৬ লক্ষ ৪৯ হাজার পাঁচশ টাকা জব্দ করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
আরও পড়ুন : বিশ্বে করোনায় ৩৫ লাখ ১২ হাজার মানুষের মৃত্যু
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হাদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওডি/কেএইচআর
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড