পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় ১২ হাজার দরিদ্র পরিবারের মাঝে কেডিএস গ্রুপের উদ্যোগে ইদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল (সোমবার) সকালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এর পক্ষ থেকে তার নিজ বাড়ি জিরি গ্রামে কেডিএস গ্রুপের ম্যানেজার কাজল বড়ুয়া এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার আবুল হাসেম।
ম্যানেজার কাজল বড়ুয়া জানান সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৮ মে থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। ১১ মে পর্যন্ত এ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিজনকে ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া রমজানের সময় ১৫ হাজার পরিবারকে ১ মাসের জন্য চাউল ও ছোলা প্রদান করা হয়। গত বছর রমজানের সময় লক ডাউন থাকায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা দিতে পারেননি।
কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান প্রতি বছর এভাবে দরিদ্রদের মাঝে ইদ আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলে তিনি জানান।
ওডি/
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড