• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গৌরীপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  সারাদেশ ডেস্ক

২৯ এপ্রিল ২০২১, ১০:৪২
প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিনজন। নিহতরা হলেন ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে তাওহিদুল ইসলাম (৬) ও ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের মধু চৌহানের ছেলে কোকিল চৌহান (৩২)।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে ময়মনসিংহগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত হন অটোরিকশার যাত্রী তানজিনা ইয়াসমিন রনি (৩৫), তার দুই ছেলে তাসফিকুল ইসলাম সাকি (১১) ও তাওহিদুল ইসলাম (৬), নাটোরের রমজান আলীর ছেলে রেজাউল করিম (৩৫) ও কোকিল চৌহান (৩২)।

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তাওহিদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাত ১০টার দিকে মারা যান কোকিল চৌহান।

এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপভ্যানটি জব্দ করেছে বলেও জানান ওসি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড