আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
ফটিকছড়ির হালদা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় মুহাম্মদ সাকেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় ভুজপুর সুয়াবিল ইউনিয়নের এক্কুলিয়া হালদা নদীর চরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক পেশায় মাটি কাটার শ্রমিক। সে লালমাটি হাজী আব্দুল করিম এর বআড়ির মৃত বেলাল এর ছেলে।
সূত্র জানায়, নিহত সার্কেল মাটি কেটে ট্রলি গাড়িতে ভরে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ উপর থেকে মাটি ভেঙ্গে পড়লে সে নীচে চাপা পড়ে যায়। পরে ট্রলিতে থাকা শ্রমিকরা এসে তাকে মাটি খুড়ে উদ্ধার করে। পরে ভুজপুর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, হালদা নদীর সিসি ব্লক ও ভেড়ী বাঁধের ভিতরে অবৈধ ভাবে প্রায় ২০/২৫ টি স্থানে কতিপয় সিন্ডিকেট মাটি ও বালি কেটে পাচার করছে দীর্ঘদিন যাবত। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফলাফল আসেনি বরং অভিযোগ করে সিন্ডিকেটের রোষানলে পড়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় জুলফিকার, রহমত, জাফর, কালাম সহ অনেকের।
এ ব্যাপারে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ বলেন, মাটি চোর, বালি চোরগুলোকে বার বার ধরে দিয়েছি। মোবাইলকোর্টে জরিমানা দিয়ে তারা আবার এসে একি কাজ করেছে। এবার আর ছাড় নেই। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাঁদি হয়ে মামলা করবে। যত সিন্ডিকেট আছে কাউকে ছাড় দেওয়া হবে না।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড