হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬৮ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে পুলিশে দিল স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ডায়নার পার থেকে কালিগঞ্জ নৌঘাট যাওয়ার পথে একদল মাদক কারবারিকে ধাওয়া দেয় স্থানীয় জনতা। এ সময় তিনজনকে আটক করে তারা। তবে বাকিরা পালিয়ে যায়।
আটকরা হলো- উপজেলার নেওয়াশি ইউনিয়নের গাগলা গ্রামের রাজেনের পুত্র রঞ্জিত (৩৫), মানিকের পুত্র শাহ আলম (৩৮) ও নুর ইসলামের পুত্র বাবু মিয়া (২৮)।
এসময় তাদের কাছ থেকে ৫টি প্লাস্টিকের বস্তায় ৬৮ কেজি গাজা জব্দ করা হয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, গ্রেপ্তারকৃত আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড