আদিল হোসেন, ভোলা
ভোলায় গাঁজা পাচারের সময় ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেড়িবাঁধ থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
ইলিশা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. ফরিদ আটকের সত্যতা নিশ্চিত করেন। আটকরা হলো- মো. আজাদ মিয়া (৩০), মো. ইকবাল হোসেন (২৮) ও জসিম উদ্দিন (২৬)।
ইলিশা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর এলাকার ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেড়িবাঁধ দিয়ে প্রচুর পরিমাণ গাঁজা ভোলায় পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড