কাজী টুটুল, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে টেবিল ফ্যানের বাক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ হেরোইন ও নগদ ২ লক্ষ ৮ হাজার ৭৫০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ৩শ গ্রাম, যার আর্থিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালান।
গ্রেপ্তার মো. তুহিন মোল্লা (২৫) উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়ার মো. বানু মোল্লার ছেলে। সে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।
বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. রফিকুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান পোড়াভিটায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত মাদক কারবারি তুহিন মোল্লার বসত ঘরের টেবিল ফ্যানের মধ্যে থেকে ৩শ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৮ হাজার ৭৫০টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড