ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর)
মাদারীপুর জেলার শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় ২টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ডিগ্রীরচরে জমি নিয়ে বিরোধের জেরে রাজ্জাক ফরাজী ও মেরাজ ফরাজীর নেতৃত্বে হামলা চালিয়ে আরিফ ফরাজী ও তার চাচা খলিল ফরাজীকে গুরুতর আহত করা হয়। এছাড়া আরিফ ফরাজীর ২টি বসতবাড়ি ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। আরিফ ফরাজী ও খলিল ফরাজী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। উভয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড