আদিল হোসেন তপু, ভোলা
ভোলার চরফ্যাশনে মাথাবিহীন খণ্ডিত দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা ওই দুই ব্যক্তিকে হত্যা করে মাথা কেটে নিয়ে বাকী অংশ গান পাউডারের আগুনে পুড়ে পরিত্যক্ত একটি বাগানে রেখে গেছে। আগুনে মরদেহের হাত, পা ও বুক ছাড়া বাকি অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে খবর পেয়ে পুলিশ উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজ এলাকার ভূঁইয়া বাড়ীর পরিত্যক্ত ওই বাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
তিনি বলেছেন, মাথা ও মুখমণ্ডল না থাকায় মরদেহ দুটি সনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে মরদেহের কোমরের বেল্ট দেখে পুলিশ মরদেহগুলো পুরুষ বলে নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন : অন্য দেশ যদি পারে, তবে কেন আমরা পারব না
খণ্ডিত মরদেহগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ সনাক্তসহ খুনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড