কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির কলাবাগান থেকে পাচার কালে ট্রাক বোঝাই কাঠ আটক করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে মিনি ট্রাক বোঝাই করে সেগুন, গামার ও কড়াই কাঠ পাচার করার সময় এগুলো আটক করা হয়।
ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা তানজিল উর রহমান জানান, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ (ডিএফও) এর নির্দেশ মোতাবেক ট্রাকসহ কাঠগুলো আটক করা হয়। ৪৩ টুকরা ৬০ ঘন ফুট কাঠ যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে একটি বন মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড