শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার
কক্সবাজারে সন্ত্রাসীদের হাতে অপহৃত আবুল নাসের নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন (১৬ এপিবিএন)।
বুধবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১১ টার দিকে টেকনাফের হ্নীলা ২৭নং জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি জাদিমুড়া ২৭ নং ক্যাম্পের বি ব্লকের (৯, এফসিএন নং-২৫৭১০৩) বাসিন্দা।
এ ব্যাপারে ১৬ এপিবিএন এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক জানান, গত ৬ এপ্রিল রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের এমন সংবাদে এপিবিএন গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর মধ্যে খবর আসে উক্ত স্থানে সন্ত্রাসীরা অবস্থান করছে। এই খবরে এপিবিএন সেখানে উদ্ধার অভিযানে যায়।
এপিবিএন সদস্যরা পৌঁছালে সন্ত্রাসীরা অপহৃতকে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে সেখানে থেকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড