সারাদেশ ডেস্ক
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই আব্দুল মালেকের (৫০) হাতে বড় ভাই আব্দুল খালেক (৫৫) খুন হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল খালেক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মারা যান। নিহত খালেক পুরুলিয়া গ্রামের মৃত রওশনের ছেলে।
এলাকাবাসী জানান, বাড়িতে একটি টয়লেট নির্মাণ নিয়ে আব্দুল খালেক ও আব্দুল মালেকের মধ্যে বিরোধ দেখা দেয়। রাতে (মঙ্গলবার) এ নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এ সময় ছোট ভাই হাসুয়া দিয়ে বড় ভাইকে আঘাত করে। এতে বড় ভাই খালেক গুরুতর আহত হন। তাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) ভোর ৪টার দিকে তিনি মারা যান।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড