চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে সেলিনা আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় নিহত সেলিনা আক্তার এক ওমান প্রবাসির স্ত্রী।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে জেলার কচুয়ায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও প্রধানীয়া বাড়ি থেকে সেলিনা আক্তার (৪০) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত সেলিনা আক্তার একই গ্রামের ওমান প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকমাস যাবত পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে বাংলাদেশ ব্যুারো এনজিও রহিমানগর বাজার শাখা থেকে কিছু টাকা ঋণ নেন ওই নারী। সকালে ফোনে স্বামীর সাঙ্গে ঋণের টাকা নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড