মো. জিয়াউর রহমান, নেত্রকোনা প্রতিনিধি
অপহরণের ২০ ঘণ্টার মধ্যেই এক বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকার একটি বাসা থেকে অপহৃত ৩ বছরের শিশু পূজা দেবনাথকে উদ্ধার করেছে পুলিশ।
আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা মডেল থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সিলেট মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানাধীন আখালিয়া এলাকা থেকে শিশু পূজাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী কাজের বুয়া রিনা আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়ার পর অপহরণকারী রিনা আক্তার পুলিশের কাছে শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছেন।
ওসি জানান, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে শিশু পূজাকে একা ঘরে রেখে বাসার পাশের একটি দোকানে মশার কয়েল আনতে যান মা ইতি দেবনাথ। কয়েল নিয়ে ঘরে এসে দেখেন- পূজা নেই। পরে শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শিশুটির বাবা রিপন দেবনাথ বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শিশু পূজাকে উদ্ধার করতে অভিযানে নামে পুলিশ।
পুলিশের আভিযানকারী টিম উদ্ধারকৃত শিশু পূজা ও গ্রেপ্তারকৃত অপহরণকারী রিনা আক্তারকে নিয়ে নেত্রকোনার পথে রওনা দিয়েছেন বলেও জানান ওসি তাজুল ইসলাম।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড