আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, গাজীপুর
সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুর সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের বাসভবনে নিহত প্রকৌশলী আনিকা তাবাছসুমের পিতা মো. মাসুদ আলমের হাতে আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, ৬ নম্বর জোনের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, নিহতের মা মর্জিনা আক্তার, ছোট ভাই এস.এম মাহিম ও নানা হাজী আব্দুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ভোলায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন
অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলম নিহত প্রকৌশলী আনিকার ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম মাহিমের লেখাপড়া শেষ হলে তাকে সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন।
নিহত আনিকা তাবাছসুম সিটি কর্পোরেশনের ছয় নম্বর জোনে কর্মরত ছিলেন।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড