নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
সোনারগাঁ থানার নতুন ওসি হিসেবে হাফিজুর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে তাকে শরিয়তপুর জেলার নড়িয়া থানা থেকে এখানে বদলী করে আনা হয়েছে। রাজবাড়ি জেলার সদর থানায় তার বাড়ি ।
এর আগেও তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় কর্মরত ছিলেন।
এর আগে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের ভাঙচুর করার একদিন পরেই তাকে বদলি করা হয়।
নারীসহ হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে সোনারগাঁ রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিলে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় ৪ এপ্রিল রবিবার দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ ঘটনার পর রবিবার রাতে ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড