সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে শাল্লা উপজেলার আটগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা। এসময় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আটগাঁও গ্রামের আলী আমজদের সাথে গ্রামের পাশে খাসজমি নিয়ে সন্তু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে খাসজমির ধান কাটা নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ২ জন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ২৩ জন।
আরও পড়ুন : লকডাউনের ৭ দিন কী করা যাবে, কী যাবে না
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড