শফিউল আজম, পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে হামলার শিকার হয়েছেন সাংবাদিক গোলাম কাদের। এ ঘটনায় সোমবার (৫ এপ্রিল) সাংবাদিক গোলাম কাদেরের ভাই নুর কাদের ৪ জনের নাম উল্লেখ করে ও ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন।
গোলাম কাদের আলোকিত বাংলাদেশ ও বীর চট্টগ্রাম মঞ্চের পটিয়া প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। রবিবার রাত সাড়ে ৮ টায় প্রতিদিনের ন্যায় নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পথরুদ্ধ করে তার উপর দা কিরিচ দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
গোলাম কাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার আসামীরা হলো- আবছার উদ্দিন প্রকাশ কানা আবছার (৪৫), সাজ্জাদ হোসেন হিরু (৩৪), শাহজাহান মিন্টু (৪০) ও ইমরান হোসেন (২৮)।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রেজাঊল করিম মজুমদার বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। সাংবাদিক পরিবারের ওপর যারা হামলা চালিয়েছে তাদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড