আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
সারাদেশের মত চট্টগ্রামের হাটহাজারীতেও সপ্তাহব্যাপী লকডাউন শুরুর প্রথম দিনে সীমিত আকারে হলেও মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন হাটহাজারী পৌর বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।
পরে ব্যবসায়ী নেতারা ইউএনও এবং পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেন।
সোমবার (৫ এপ্রিল) সকালে হাটহাজারী পৌর বাজারের বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা এ বিক্ষোভ মিছিল করেন। এই সময় তারা 'লকডাউন মানি না' বলে শ্লোগান দেন।
পরে হাটহাজারী পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, কাচারী সড়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, ব্যবসায়ী নেতা ওজায়ের আহমেদ হামিদি, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শুক্কুরসহ নেতারা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সাথে বৈঠক করেন। সেখানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন এবং হাটহাজারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দরা মানবিক দিক বিবেচনায় সীমিত আকারে দোকানপাট খোলা রাখার দাবী জানান।
আরও পড়ুন : লকডাউনের ৭ দিন কী করা যাবে, কী যাবে না
পরে ইউএনও রুহুল আমীন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন এবং হাটহাজারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেয়া ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড