আরিফ সবুজ, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
লকডাউনে সোমবার থেকে সাত দিন দোকান বন্ধ রাখার প্রতিবাদে নোয়াখালীতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।
সোমবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ করে ভুক্তভোগীরা। এতে সাধারণ কাপড় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা বিক্ষোভ মিছিল থেকে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবি জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে ব্যবসা করতে চান।
আরও পড়ুন : লকডাউনের ৭ দিন কী করা যাবে, কী যাবে না
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিলের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে আমি বিক্ষোভকারীদের পাইনি। শতাধিক ব্যবসায়ী এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড