এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী নতুন করে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনে মাঠে নেমেছে কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন। লকডাউন সম্পর্কিত নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে উপজেলা সদর ও কোটবাজার স্টেশনসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে উপজেলার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতা দেখা গেছে। এ সময় লকডাউনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২২ টি মামলায় ৩৪ জনকে ৩০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমূল এহসান খান লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ম্যাজিস্ট্রেটদ্বয় জরুরী প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, লকডাউন বাস্তবায়নে উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৪ জনকে ৩০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড