সারাদেশ ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নিকাণ্ডে উপজেলা পরিষদের কাছে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামসংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, আসবাবপত্র ও একটি ডেকোরেটরের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রবিবার (৪ এপ্রিল) গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। এ সময় কেউ দোকানে ছিলেন না। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা কেউ জানাতে পারেনি। পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ীরা হলেন জিয়াউর রহমান, দুলু মিয়া ও শাহ আলম।
ব্যবসায়ীরা জানান, আগুন লাগার খবর পেয়ে পার্শ্ববর্তী বিশম্ভরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। কিন্তু তার আগেই আগুনে মোটরসাইকেল গ্যারেজ ও আসবাবপত্রের দোকানের বিভিন্ন উপকরণসহ সব পুড়ে কয়লা হয়ে গেছে। আজ সকালে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া দোকান থেকে কয়লা সংগ্রহ করছেন দোকান মালিকরা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, তিনটি দোকানের সব পুড়ে কয়লা হয়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড