মিজানুর রহমান, টেকনাফ
স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করা ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, দোকান পাঠ বন্ধ করন, যান চলাচল নিয়ন্ত্রণসহ অনেক কিছুর উপর গুরুত্বারোপ করে টেকনাফ পৌর শহরের অভিযান পরিচালনা করেছেন টেকনাফ উপজেলা প্রশাসন।
এসময় আইন অমান্য কারি কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ১১ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।
টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান, ইন্সপেক্টর (ট্রাফিক) ফারুক আল মামুন ভূঁইয়া, টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, লকডাউন চলাকালীন সময় সকলে যেন সরকারের দেয়া বিধিনিষেধ গুলো মেনে চলতে হবে। যদি কেউ বা কোন প্রতিষ্ঠান আইন অমান্য করে তাহার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড