• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

হাজীগঞ্জে অগ্নিকাণ্ড, সাত দোকান ও বসতঘর পুড়ে ছাই

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

০৫ এপ্রিল ২০২১, ১২:১২
গাইন বাড়ীর মার্কেটে অগ্নিকাণ্ড
গাইন বাড়ীর মার্কেটে অগ্নিকাণ্ড। (ছবি : দৈনিক অধিকার)

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় মনির ফিলিং স্টেশনের বিপরীতে গাইন বাড়ীর মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ও ১টি বসতঘর পুড়ে গেছে।

রবিবার (৪ এপ্রিল) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্র পাত হয় বলে স্থানীয় অধিবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুল কাজীর ভাঙ্গারী দোকান, কাদের মোল্লার ভাঙ্গারী দোকান, আউয়ালের ক্যারেটের প্লাস্টিকের ঝুড়ির গোডাউন, নজরুল ইসলামের মুদি দোকান, কবির হোসেনের মুদি দোকান, মজনুর মুদি দোকান, টিটুর ওয়ার্কশপ, নুরু ডাক্তারের ফার্মেসী, আফিজ উদ্দিন ও সাহাজ উদ্দিনের বসতঘর ও মালামাল পুড়ে যায়।

এ সময় পার্শ্ববর্তী কবির হোসেন নামে একব্যক্তির বসতঘর এবং একটি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ারসার্ভিস ও শাহরাস্তি ফায়ারসার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ১০থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক খুঁটির সাথে তালগাছের ডাল লেগে এ আগুনের সূত্রপাত ঘটে। সেই সাথে তীব্র গতিতে বাতাস বইতে থাকায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নব-নির্বাচিত হাজীগঞ্জে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদসহ স্থানীয় কাউন্সিল মনির কাজীসহ আরও অনেকে।

অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে করে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড