সারাদেশ ডেস্ক
রাঙামাটির লংগদুতে বুনোহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুল মালেক (ভান্ডারী) ৬৫ উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকার বাসিন্দা।
রবিবার (৪ এপ্রিল) স্থানীয়রা জানান, গ্রামের পাশে পাহাড়ে হলুদ ক্ষেতে কাজ করতে গেলে দুপুর আড়াইটার দিকে হঠাৎ বুনোহাতির আক্রমণের শিকার হন আব্দুল মালেক। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, প্রায় সময় বুনোহাতির পাল গ্রামে ঢুকে পরে। ক্ষেতের ফসল, বসতবাড়ি ও মানুষের উপর আক্রমণ করে ব্যাপক ক্ষতি করছে হাতি। নির্বিচারে বন উজার ও খাদ্য সংকটের কারণে হাতির পাল খাবারের খোঁজে লোকালয়ে অবাধে প্রবেশ করছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড