আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ঘরের ধর্নার সঙ্গে গলায় ফাঁস লাগানো এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ (২৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিদাই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, দুপুরের খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়িতেই ছিল মারুফ। পরে বিকেলে ওই ঘরের দরজা বন্ধ দেখে তার পরিবারের লোকজন ডাকাডাকি করেও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারুফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড