ফরিদ মিয়া, টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে অতিরিক্ত যাত্রী বহন করায় চারজন চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগমের নেতৃত্বে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা পাইপাস এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। এ দিকে যানবাহনের অভাবে মহাসড়কের পাশে দাড়িয়ে রয়েছে শতশত মানুষ।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগম জানান, আগামীকাল থেকে লকডাউন শুরুর ঘোষণা হওয়ায় কর্মস্থল ছাড়তে শুরু করেছে মানুষ। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। এ সুযোগে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় ৪ জন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড