সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলন করেছে।
রবিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে তারা।
সম্মেলনে রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমান অভিযোগ করে জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রূপগঞ্জে ছাত্রদলের সকল কার্যক্রম চালিয়ে আসছেন। ক্ষমতাসীন দলের হাতে মামলা-হামলার শিকার হয়েছেন। মিথ্যা ও রাজনৈতিক মামলায় জেলও খেটেছেন। আর দলের ত্যাগী নেতা হিসেবেই সুলতান মাহমুদকে আহ্বায়ক ও মাসুদুর রহমান মাসুদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব।
কমিটি ঘোষণা দেওয়ার পর গত ২৭ মার্চ কমিটিতে থাকা ছাত্রদল নেতা নাহিদ হাসান ভুঁইয়া, মাছুম বিল্লাহসহ কয়েকজন সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে রূপগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়, যা কেন্দ্রীয় ছাত্রদল কমিটির নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
সম্মেলনে তারা আরও বলেন, নাহিদ হাসান ভুঁইয়াসহ তার অনুসারীরা একজন ভাইয়ের নির্দেশনায় কাজ করেন। বিএনপি ও ছাত্রদলের নির্দেশনায় তারা চলেন না। সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের আন্দোলন সংগ্রাম চলবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড