সারাদেশ ডেস্ক
পাওনা ২০-২৫ টাকা না দেওয়ায় ভ্যানচালক শুকুর আলীকে (৫৫) রেঞ্জ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় যশোরের অভয়নগর উপজেলায় উপজেলার ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ায় টিটু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মকবুল হোসেন বলেন, শনিবার সন্ধ্যার দিকে ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ার টিটু ফকিরের গ্যারেজের সামনে গেলে শুকুর আলীর কাছে পাওনা ২০-২৫ টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইদু ফকিরের ছেলে টিটু ফকির আমার ছোটভাই শুকুরকে রেঞ্চ দিয়ে মাথায় আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা শুভ্রপ্রসুন মুখার্জী জানান, মৃত অবস্থায় ভ্যানচালক শুকুরকে হাসপাতালে আনা হয়েছে।
অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মণ্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড