আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় গত শুক্রবার হেফাজত কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাসন থানায় ২৮১ জন হেফাজত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার মধ্যরাতে ওই মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০/২৫০জনকে আসামি করা হয়েছে। পুলিশ ওইদিন মামলা ২১আসামিকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন : ফেনীতে স্মার্টকার্ড বিতরণে ৭ লক্ষাধিক টাকা ভাগবাটোয়ারা বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, পুলিশের সরকারি কাজে বাঁধা ও দাঙ্গা করার অপরাধে ওই মামলা করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, শুক্রবার পুলিশকে লক্ষ্য করে হেফাজত কর্মীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে কমপক্ষে ৮জন পুলিশ সদস্য আহত হন।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড