আব্দুল মালেক, গাজীপুর
স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) গাজীপুর মহানগর শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর পূবাইলে সাবরিনা ড্রিম পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিয়া, খাদিজা আক্তার বীনা, ডা. আনোয়ারা, মানবাধিকার কর্মী আব্দুর রহমান, ডা. নয়ন পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, সমাজের অবহেলিত, নিপীড়িত মানুষের জন্য আর্ত মানবতার সেবায় একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড