শরিফ শিকদার, কাপাসিয়া (গাজীপুর)
আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলার শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী একেএম সুলতান উদ্দিন আকন্দ ব্যক্তিগত উদ্যোগে সড়ক মেরামতসহ মাটি ভরাট করেছে। বারিষাব ইউনিয়নে নুরারপুল হইতে ভিকারটেক সাবেদিয়া মাদ্রাসা (ভোট কেন্দ্র) পর্যন্ত ১.৫ কি.মি. সড়কে মাটি ভরাট হয়।
শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর সহযোগিতায় এ রাস্তার কাজ করা হয়।
সুলতান উদ্দিনের নেতৃত্বে আবুল কাসেম, জায়িম, জাকির, আলতাফ, মিলন, সৌরভ, সবুজ, সিদ্দিক, রিফাত, রাকিব, রুহুল, হিরন, জসিমসহ শতাধিক মানুষ সহযোগিতা এ রাস্তা মেরামত করা হয়।
ভিকারটেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুরুজ আলী বলেন, এ রাস্তার কারণে আমাদের অনেক অসুবিধা হতো। নতুনভাবে রাস্তার কাজ করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক উপকার হয়েছে।
বারিষাব পশ্চিম পাড়া গ্রামের কৃষক আবদুল মজিদ জানান, জমি থেকে খোলায় ধান উঠানো অনেক সমস্যা হতো, এখন আর ঝামেলা হবে না। আমাগর সুলতান অনেক বড় উপকার করছে।
আরও পড়ুন : ফেনীতে স্মার্টকার্ড বিতরণে ৭ লক্ষাধিক টাকা ভাগবাটোয়ারা
শিক্ষার্থী আশামনি, জিনিয়া, রিফাত, জাকির, কবির বলেন এ সড়ক দিয়া আমরা সহজে স্কুলে যেতে পারবো।
ডুমদিয়া গ্রামের আটো রিকশা চালক জানান, আমাগর এ এলাকা থেকে চেয়ারম্যান হলো অনেক উপকার হবে।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড