রিয়াদ হোসাইন, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হাইড্রো ক্রেনের ধাক্কায় মো. জুলহাস দেওয়ান (৬০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার পাটাভোগ এলাকার বেজগাঁও বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস দেওয়ান পাটাভোগ এলাকার জশুরগাঁও গ্রামের নিমাই পাড়ার মৃত তাইজউদ্দিন দেওয়ানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় ও শ্রীনগর ফায়ার স্টেশ সূত্রে জানা যায়, বেজগাঁও এলাকায় সড়কে জুলহাস তার অটোটি ঠিক করছিল। এসময় একটি (হাইড্রো ক্রেন নং ১৪) ভেকু জুলহাসকে ধাক্কা দেয়। এতে চাপ লেগে ঘটনাস্থলেই জুলহাসের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী আরও জানায়, গত মাসে অটোচালক জুলহাস দেওয়ানের পিতা তাইজউদ্দিন দেওয়ানও সড়ক দুর্ঘটনায় মারা যান। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা উত্তরার মনির হোসেন (৪৫) ও বরিশালের রায়হান (৩০) নামে ২ আরোহী গুরুতর আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড