শাহ আলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান।
শনিবার (৩ এপ্রিল) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, জীবননগর থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সন্দেহ হলে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা ২০ কেজি গাঁজা। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপ ভ্যানটি।
আটককৃত মহসীনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড