শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের ৫দিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বকাউল বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুর সাথে খেলার সময় নিখোঁজ হয় শিশু জারা (০৩)। তার বাবা বিল্লাল হোসেন ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কর্মরত। তারা স্ব-পরিবারে বাড়িতে আসলে বিকেলে খেলার সময় নিখোঁজ হয় শিশুটি।
এ ঘটনায় ওইদিন রাতে হাজীগঞ্জ থানায় ডায়েরি করেন শিশুর বাবা মাসুদ আলম।
জিডির সূত্র ধরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ কয়েকবার ওই এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার দুপুরে এলাকাবাসী বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেতরে শিশুর লাশুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ দৈনিক অধিকারকে জানান, নিখোঁজ শিশুর বাবা হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে উল্লেখ করেছেন- খেলতে গিয়ে হারিয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে আমরা তদন্ত করেছি। শিশুটির লাশ বাড়ির পাশের ডোবায় ভেসে উঠেছে এমন খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করেছি। তবে এ বিষয়ে শিশুটির পরিবার কোনো অভিযোগ করেনি। করলে আমরা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবো। এছাড়া ময়নাতদন্তের পর বিষয়টি সম্পর্কে আরও জানা যাবে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড