আব্দুস সালাম, বগুড়া
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক এসআই আহত হয়েছেন। আহত এসআই রবিউল ইসলাম (৩০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনে এঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আহত রবিউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করেছে হামলাকারীরা। আহত অবস্থায় রবিউল জানিয়েছে ৪ থেকে ৫ জন যুবক তার উপর অতর্কিত হামলা করে।
স্থানীয় যুবক আরিফ জানান, আমার বাড়ি কলেজের পাশেই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখি উনি (আহত রবিউল) রক্তাক্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে থাকা পুলিশ ও আমরা পরে তাকে হাসপাতালে ভর্তি করি।
আরও পড়ুন : ফেনীতে স্মার্টকার্ড বিতরণে ৭ লক্ষাধিক টাকা ভাগবাটোয়ারা
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এসআই রবিউল পুলিশ লাইন্সে সংযুক্ত রয়েছেন। শুক্রবার রাতে সে আজিজুল হক কলেজে হাটাহাটি করছিল। এসময় কয়েকজন তার উপর হামলা করেছে। তবে কেন এ হামলা হয়েছে তা উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড