মো. জিয়াউর রহমান, নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দক্ষিণ চেমটি গ্রামের একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দক্ষিণ চেমটি গ্রামের করুণা কান্ত সরকারের ছেলে সমীরণ সরকার মন্টু (৫০) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।
কলমাকান্দা থানার ওসি এ টি এম মাহমুদুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মামলার বরাত দিয়ে ওসি আরও বলেন, গত ৩০ মার্চ দিবাগত রাতে সমীরণ সরকার মন্টু ও তার পরিবার রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে ছেলে প্রদীপ সরকার রনির ডাক-চিৎকারে ঘুম থেকে উঠে তার রুমে গিয়ে দেখেন বিছানায় আগুন জ্বলছে। পরে পরিবারের সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
আগুন নেভানোর পর রনির রুমের বিছানা সংলগ্ন জানালা খোলা এবং মেইন গেইটের তালা ভাঙ্গা দেখতে পাওয়া যায়। গেইটের সামনে একটি চিরকুট পাওয়া যায় যেখানে লিখা ছিল, ‘তিন দিন পর আগুন’।
পরে ১ এপ্রিল রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন সমীরণ সরকার মন্টু।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সমীরণ সরকার মন্টুর পরিবারসহ আশপাশের সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে চরম আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড